কনটেন্ট নিয়ে নিজেদের কাজের পদ্ধতি বোঝাতে সোর্সকোডের অংশবিশেষ উন্মুক্ত করেছে টুইটার। এতে করে টুইটারের অ্যালগরিদমের অন্দর মহলে প্রথমবারের মতো উঁকি দেওয়ার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারী ও কম্পিউটার প্রোগ্রামাররা। টুইটার ব্যবহারকারীদের কনটেন্ট দেখানোর জন্য কী পদ্ধতি ব্যবহার করে তা সহজেই বোঝা যাবে।
পাশাপাশি কেউ চাইলে এ পদ্ধতি আরও কীভাবে উন্নত করা যায়, এ বিষয়েও সুপারিশ করতে পারবেন। কোম্পানিটি একটি ব্লগ পোস্টে বলেছে, এটি কোড শেয়ারিং প্ল্যাটফর্ম গিটহাবে এ সোর্সকোড আপলোড করেছে। এ সোর্সকোড মূলত ব্যবহারকারীরা তাঁদের টাইমলাইনে দেখেন এমন টুইটগুলোকে নিয়ন্ত্রণ করে।