পাকিস্তানের দুই প্রদেশের নির্বাচনে বিলম্ব করার সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালত সরকারকে ১৪ মে পাঞ্জাবের ভোট আয়োজনের নির্দেশ দিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে থাকা বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক পিটিশন দাখিলের পর এই রায় এলো।
ইমরান খানের দল পাকিস্তানের নির্বাচন কমিশনের নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। নির্বাচন কমিশন চেয়েছিল পাঞ্জাবে ৩০ এপ্রিলের নির্বাচন ৮ অক্টোবর করবে।