ভারতের সিকিমের নাথু লায় ভয়াবহ তুষারধসে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১৫০ জনেরও বেশি পর্যটক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জানা যায়, মঙ্গলবার নাথু লা’র ছাঙ্গু লেক যাওয়ার পথে ১৭ মাইল এলাকা জুড়ে স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে ধস নামে। ইতিমধ্যে উদ্ধারকাজে নেমেছে সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন ও পর্যটন দফতর।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।