৫০ হাজার টাকা কমে আইফোন ১৩ কেনার সুযোগ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৩, ১৩:৫৫

আইফোন ১৩ ও স্যামসাং গ্যালাক্সি এস২৩ কেনার কথা ভাবছেন? তাহলে এই বিশেষ অফার কাজে লাগিয়ে অনেকটাই সাশ্রয় করতে পারবেন।


ভারতের বাজারে ফ্লিপকার্ট দুটি মডেলে আকর্ষণীয় অফার দিয়েছে। ২০২১ সালে উন্মুক্ত হওয়া অ্যাপলের আইফোন ১৩ মডেলটি সবেচেয়ে বেশি বিক্রি হয়েছে। এই আইফোনের ১২৮ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯০০ টাকা হলেও এখন এটি ফ্লিপকার্টে ৬১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এর মধ্যে যদি কেউ এইচডিএফসি ব্যাংকের কার্ড ব্যবহার করে ফোনটি কেনেন তাহলে অতিরিক্ত ২,০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। শুধু তাই নয়, আইফোন ১৩ মডেল কেনার সময় পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে পাওয়া যাবে ৩০,০০০ টাকা পর্যন্ত ভ্যালু। অর্থাৎ সব ডিসকাউন্ট বা অফার কাজে লাগিয়ে এই আইফোন কেনার জন্য লাগবে মাত্র ২৯,৯৯৯ টাকা!


আইফোন ১৩-তে ফিচার হিসেবে আছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, এ১৫ বায়োনিক প্রসেসর এবং ৩,২৪০ এমএএইচ ব্যাটারি। এটি ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। এছাড়াও এতে মিলবে ৫জি সাপোর্ট, অ্যাক্সিডেন্ট ডিটেকশন, এসএমএস স্যাটেলাইট কানেকশন, অ্যাকশন ক্যামেরা মোড ইত্যাদি ফিচার।


যারা প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান তারা ফ্লিপকার্টের অফারে স্যামসাং গ্যালাক্সি এস২৩-এর ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৭৯,৯৯৯ টাকার বদলে ৭৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এক্ষেত্রে ফোন কেনার জন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের কার্ড ব্যবহার করলে পাওয়া যাবে ৫% ক্যাশব্যাক। আবার এই ফোনের সাথে সর্বোচ্চ ২৭,০০০ টাকার এক্সচেঞ্জ অফারও রয়েছে।


এই স্যামসাং ফোনে আছে ৬.১ ইঞ্চি ফুল-এইচডি ও ডায়নামিক অ্যামোলেড এক্স ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং ৩,৯০০ এমএএইচ ব্যাটারি। এতে ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us