সারাবছর দেশে কাঠাল উৎপাদন ধরে রাখা, আনারস ও আঠাবিহীন কাঠালের সম্প্রসারণে আড়াইহাজার প্রদর্শনীর ব্যবস্থা করাসহ সারাদেশে চারটি নতুন হার্টিকালচার সেন্টার স্থাপনের প্রস্তাব রেখে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের ৩য় সংশোধনী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উঠছে মঙ্গলবার (৪ মার্চ)।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’ শুরু করে সরকার। ২০২০ সালের ১০ মার্চ প্রকল্পটির ২য় সংশোধনী অনুমোদন পায়। এখন প্রকল্পটির ৩য় সংশোধনীর পরিকল্পনা চলছে। এরই মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি ও প্রকল্প স্ট্যায়ারিং কমিটি ৩য় সংশেধানী অনুমোদন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
এর আগে প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় (পিইসি) তা অনুমোদন পাওয়ায় চূড়ান্ত অনুমোনের জন্য একনেকে যাচ্ছে। প্রকল্পটির ২য় সংশোধনী পর্যন্ত ব্যয় ছিল ৪৬০ কোটি ২৮ লাখ টাকা। ৩য় সংশোধনীতে ২১১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তৃতীয় সংশোধনী পর্যন্ত প্রকল্পের চূড়ান্ত ব্যয় ধরা হয়েছে ৬৭১ কোটি ৬০ লাখ টাকা।
বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো. মেহেদী মাসুদ বলেন বলেন, প্রকল্পের ৩য় সংশোধনীতে ২১১ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে ৪২ কোটি টাকাই ভূমি অধিগ্রহণে ব্যয় হবে। এছাড়া প্রকল্পের আওতায় আমরা ঐতিহাসিক মুজিবনগরের আম্রকানন পরিচর্যার উদ্যোগ নেবো। ড্রাগন ও পেয়ারার মতো সারা বছর যাতে কাঠাল উৎপাদন হয় সে প্রচেষ্টা থাকবে। পাশাপাশি উন্নত মানের এমডি-২ আনারস ও আঠাবিহীন কাঠালের সম্প্রসারণে আড়াইহাজার প্রদর্শনীর ব্যবস্থা রাখা হবে। এছাড়া আরও চারটি নতুন হার্টিকালচার সেন্টারও স্থাপন করা হবে তৃতীয় সংশোধনীতে।