টিসিবির কার্ড রূপান্তর হচ্ছে ‘স্মার্ট কার্ডে’: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৩, ১৭:৩৩

নিম্নআয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির দেওয়া এক কোটি ফ্যামিলি কার্ডকে ‘স্মার্ট কার্ডে’ রুপান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।


সোমবার (৩ এপ্রিল) রাজধানীর উত্তরায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি আয়োজিত  দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে রমজান মাস উপলক্ষে দ্বিতীয় পর্বের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন। একইসঙ্গে উত্তরা এলাকায় টিসিবি পণ্যের অস্থায়ী সংরক্ষণাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘ঢাকা উত্তর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ এবং বরিশালে টিসিটির কার্ড ‘স্মার্ট কার্ডে’ রূপান্তরের পাইলটিং কাজ সম্পন্ন হয়েছে। হাতে লেখা সব কার্ড কিউআর কোড সংবলিত ‘স্মার্ট কার্ডে’ রূপান্তর করা হবে, যার প্রক্রিয়া চলমান রয়েছে। এসব কার্ড স্মার্ট কার্ডে পরিবর্তিত করলে অসঙ্গতিগুলো দূর করা সহজ হবে।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us