চলতি ২০২২-২৩ অর্থবছরের মার্চে রপ্তানি আয় কমে গেছে। এ মাসে মোট ৪৬৪ কোটি ৩৯ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই মাসের তুলনায় যা দুই দশমিক ৪৯ শতাংশ কম।
ওই সময় রপ্তানি আয় হয়েছিল ৪৭৬ কোটি ২২ লাখ ডলার। গতকাল রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।তবে একক মাসের হিসাবে মার্চে রপ্তানি আয় কমলেও সার্বিকভাবে চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে অর্থাৎ প্রথম ৯ মাসে রপ্তানি আয় বেড়েছে। ৯ মাসে মোট রপ্তানি হয়েছে ৪ হাজার ১৭২ কোটি ১৬ লাখ ডলারের।