বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে গভীর রাতে ছাত্রলীগের তিন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাতে ছাত্রলীগের দুই কর্মীকে প্রথমে হলের একটি কক্ষে দুই ঘণ্টা আটকে রেখে এবং পরে হলের সামনের মাঠে নিয়ে নির্যাতন করা হয়। পরে হল প্রভোস্ট খবর পেয়ে রাত দুইটার দিকে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নির্যাতনের শিকার তিন শিক্ষার্থী হলেন—বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের রাজু মোল্লা, মো. মিলন হোসাইন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সিফাত হাসান। তাঁরা তিনজনই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আলীম সালেহীর সমর্থক। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আরেকটি পক্ষের নেতৃত্ব দেওয়া তাহমিদ জামান ওরফে নাভিদের নেতৃত্বে এই নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই দুই শিক্ষার্থী।
শের-ই-বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া আজ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, গতকাল গভীর রাতে খবর পেয়ে রাজু ও সিফাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া মিলন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নির্যাতনের শিকার ও অভিযুক্ত—দুই পক্ষই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।