শ্বাসরুদ্ধকর এক ম্যাচে সুপার ওভারে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কা। এদিন টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় কিউইরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে কুশল পেরেরা ও চারিথ আসালঙ্কার হাফ সেঞ্চুরিতে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। জবাবে ব্যাটিংয়ে নেমে শেষ দিকে ইশ সোধির শেষ বলের ছক্কায় ম্যাচ ‘টাই’ করে কিউইরা। কিন্তু সুপার ওভারে শেষ হাসি হাসে লঙ্কানরা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে কিউইদের প্রয়োজন ছিল ১৩ রান। কিন্তু ব্ল্যাক ক্যাপসদের স্বীকৃত শেষ ব্যাটার রাচিন রবীন্দ্র লং অফে দাসুন শানাকার ওভারের প্রথম বলে আউট হয়ে গেলেই স্বপ্নভঙ্গ হয়ে যায় স্বাগতিকদের। পরের দুই বলে দুই রান নেন সোধি। চতুর্থ ও পঞ্চম বলে আসে আরও দুই রান। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। তাই লঙ্কানদের জয়ের পাল্লাই ভারী ছিল, কিন্তু শেষ বলে ছক্কা হাঁকিয়ে ১০ রানের ক্যামিও ইনিংস খেলেন ১০ নম্বরে নামা ইশ সোধি।