লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

বণিক বার্তা প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৩, ১০:০৯

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বেলবাড়ী এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রবিউল ইসলাম নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। গতকাল শনিবার (১ এপ্রিল) দিবাগত মধ্য রাতের ওই ঘটনায় আরো এক বাংলাদেশী আহত হয়েছেন।


নিহত রবিউল ইসলাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের চেনু মিয়ার ছেলে। বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত শহিদুল ইসলামও (৩০) একই এলাকার হেদুল মিয়ার ছেলে।


রবিউলের মরদেহ লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ। অন্যদিকে আহত শহিদুল ইসলাম রংপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


বিজিবি, পুলিশ, সীমান্ত সূত্র ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জগতবেড় ইউনিয়নের ৮৬৪ নম্বর মেইনপিলারের শমসেরনগর বেলবাড়ীডাঙা এলাকায় ৫-৭ জন বাংলাদেশী চোরাকারবারি ভারতীয় গরু পারাপার করছিল। ওই সময় কোচবিহার মেখলিগঞ্জ ১৬৯ বিএসএফ ব্যাটেলিয়নের চুয়াঙারখাতা ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই রবিউল ইসলাম নিহত ও শহিদুল ইসলাম বাম পায়ে গুলিবিদ্ধ হন। অন্য রাখালরা নিহত ও আহতদের নিয়ে পালিয়ে আসে।


সীমান্তে হতাহতের খবরটি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক।


তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে প্রচুর ঝড়-বৃষ্টির সময় বিএসএফের গুলিতে রবিউল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন। অপর একজন আহত হন। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ লালমনিরহাট মর্গে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us