You have reached your daily news limit

Please log in to continue


মা ভাবলেন গেমস খেলছে, ছোট্ট মেয়ে অর্ডার করল ৪ লাখ টাকার পণ্য

পাঁচ বছর বয়সী লিলা। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েস্টপোর্টে পরিবারের সঙ্গে বসবাস করে সে। ছোট্ট লিলা মায়ের মোবাইলে গেমস খেলার ছলে অবাক করা কাণ্ড ঘটিয়েছে।

মায়ের অ্যামাজন অ্যাকাউন্ট থেকে শিশুদের মোটরসাইকেল ও জিপগাড়িসহ ৩ হাজার ৭৮০ ডলারেরও বেশি মূল্যের পণ্য কিনেছে সে। বাংলাদেশি মুদ্রায় যা ৪ লাখ টাকারও বেশি। এতসব পণ্য পাঠানোর ই-মেইল পেয়ে হতবাক তার মা জেসিকা নুনেস। খবর সিএনএনের।

নুনেস জানান, গাড়িতে করে বাড়ি ফেরার পথে মেয়ের হাতে ফোন ছিল। তিনি ভেবেছিলেন সে গেমস খেলছে। এরপর গত সোমবার সকালে একটি ই-মেইল পান যে তার প্যাকেজগুলো পাঠানো হয়েছে। অথচ তিনি কিছুই অর্ডার করেননি।

তিনি বলেন, আমি আমার অ্যামাজন অ্যাকাউন্টে গিয়ে দেখি, ১০টি মোটরসাইকেল, একটি জিপ এবং ১০ জোড়া কাউগার্ল বুট অর্ডার দেওয়া হয়েছে। বাইক, জিপ ও জুতার দাম ছিল ৩ হাজার ৭৮০ ডলার।

নুনেস তাৎক্ষণিকভাবে ৫টি মোটরসাইকেল ও জুতার অর্ডার বাতিল করতে পেরেছিলেন। তবে ৫টি মোটরসাইকেল এবং শিশুদের দুই আসনের একটি জিপ গুদাম থেকে বেরিয়ে যাওয়ায় সেগুলোর অর্ডার বাতিল করা যায়নি। পরবর্তীতে সেগুলো তিনি ফেরত দিতে সক্ষম হয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন