গেইমিং শিল্পের বিশেষ আয়োজন ‘ইথ্রি’র ২০২৩ সালের সংস্করণে নিজেদের উপস্থিত না থাকার বিষয়টি আগেই নিশ্চিত করেছে মাইক্রোসফট, নিনটেনডো, ইউবিসফট’সহ অন্যান্য শীর্ষস্থানীয় নির্মাতারা। আর এখন বাতিল হয়ে গেল পুরো আয়োজনই।
গেইম নির্মাতাদের সংগঠন ‘এন্টারটেইনমেন্ট সফটওয়্যার অ্যাসোসিয়েশন (ইএসএ)’ নিজ সদস্যদের জানাতে শুরু করেছে, আয়োজনটি এখনও সবার পছন্দের ও ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় হলেও ২০২৩ সালের পরিকল্পনায় কারও কাছ থেকেই এমন আগ্রহ লক্ষ্য করা যায়নি, যা গেইমিং শিল্পের আকার, ক্ষমতা ও প্রভাব তুলে ধরবে- প্রতিবেদনে বলেছে প্রযুক্তিবিষয়ক সাইট আইজিএন।