সুদানে একটি সোনার খনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত আরও ২০ জন।
শুক্রবার (৩১ মার্চ) সুদানের উত্তরাঞ্চলের ওয়াদি হাফা শহরের নিকটবর্তী একটি খনিতে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, জেবল আল-আহমার নামে ওই সোনার খনি ধসে ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। শ্রমিকরা খনির ভেতরের পানির নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।