স্কটল্যান্ডের খেলাধুলা বিষয়ক জাতীয় সংস্থা স্পোর্টসকটল্যান্ডের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান অঞ্জন লুথরা। দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাস পর তিনি পদত্যাগের ঘোষণা দিলেন।
লুথরা শুক্রবার সকালে টুইটারে দেয়া বিবৃতিতে স্পোর্টস্কটল্যান্ডের সাথে তার মতবিরোধের কথা প্রকাশ করেন। তার দাবি, একটি লবি গ্রুপ এবং মুষ্টিমেয় ব্যক্তির দাবির কাছে স্পোর্টস্কটল্যান্ড মাথা নত করছে। তাদের সঙ্গে যুক্ত খেলাধুলা এবং সম্প্রদায়গুলো নেতিবাচকভাবে প্রভাবিত হবে। স্কটল্যান্ডের সর্বকালের সেরা উইকেটশিকারী মজিদ হক ক্রিকেট স্কটল্যান্ডকে ‘প্রাতিষ্ঠানিকভাবে বর্ণবাদী’ বলে অভিযোগ করার পর সংস্থাটির সব পরিচালক একযোগে পদত্যাগ করেন।