দেশে বেকারের সংখ্যা কমেছে, কর্মী ছাঁটাই শুরু যুক্তরাষ্ট্রে

প্রথম আলো প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ১৯:০৪

দেশে বেকারের সংখ্যা কমেছে বলে শ্রমশক্তি জরিপে তথ্য পাওয়া গেছে। জরিপে বলা হয়েছে, দেশে এখন ২৬ লাখ ৩০ হাজার বেকার আছে। এর আগে ২০১৭ সালের জরিপে বেকারের সংখ্যা ছিল ২৭ লাখ। ৬ বছরের ব্যবধানে বেকার কমেছে ৭০ হাজার।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এ জরিপে দেখা গেছে, ছয় বছর আগের তুলনায় বেকারত্বের হারও কমেছে। ২০১৭ সালে বেকারত্ব ছিল ৪ দশমিক ২ শতাংশ। সর্বশেষ জরিপ বলছে, এখন বেকারত্ব কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে। সপ্তাহে এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করার সুযোগ না পেলে তাঁকে বেকার হিসেবে ধরা হয়।


বাংলাদেশে বেকারের সংখ্যা কমলেও যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের পথে রয়েছে। আর্থিক ক্ষতি সামলাতে গত মাসে (ফেব্রুয়ারি) সাত হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের বহুজাতিক গণমাধ্যম ও বিনোদন প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি। সেই ছাঁটাই-প্রক্রিয়া গত সোমবার শুরু করেছে তারা।


চলতি সপ্তাহে (গত শনিবার থেকে আজ শুক্রবার) দেশে-বিদেশে অর্থনীতির এমন অনেক ঘটনা ঘটেছে। তার মধ্য থেকে আলোচিত ১০টি খবর নিয়েই থাকছে এ আয়োজন। কয়েক মিনিটের মধ্যেই চোখ বুলিয়ে নিতে পারেন—


বেকারের সংখ্যা কমেছে


দেশে বেকারের সংখ্যা কমেছে বলে শ্রমশক্তি জরিপে তথ্য পাওয়া গেছে। জরিপে বলা হয়েছে, এখন দেশে শ্রমশক্তিতে ৭ কোটি ৩৪ লাখ মানুষ আছেন। এর মধ্যে কাজে নিয়োজিত আছেন ৭ কোটি ৭ লাখ ৮০ হাজার মানুষ।


ব্যাংক কোম্পানি আইনের সংশোধন


বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে ব্যাংক কোম্পানি আইনের সংশোধনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে ইচ্ছাকৃত ঋণখেলাপিরা অনেকটাই অসুবিধায় পড়বেন। অবশ্য সরকারি নানা সুবিধা পেয়ে যাঁরা খেলাপির তালিকার বাইরে থাকেন, তাঁদের কোনো সমস্যা হবে না। তবে সরকার ব্যাংকমালিকদের ঠিকই খুশি রেখেছেন। পরিচালকদের সংখ্যায় সামান্য পরিবর্তন আনা হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, এসব পরিবর্তন সামান্য ইতিবাচক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us