এবার নিজেদের অনুসন্ধান ফলাফলে দাবদাহের সতর্কবার্তাও দেখাবে গুগল। নতুন এ সুবিধা চালু হলে সার্চ ইঞ্জিনটির অনুসন্ধান বক্সে নির্দিষ্ট স্থান বা শহরের আবহাওয়ার তথ্য খোঁজ করলেই সেখানকার তাপমাত্রার পাশাপাশি দাবদাহ চলছে কি না, তা–ও জানা যাবে। শুধু তাই নয়, দাবদাহ বিষয়ে আগাম পূর্বাভাসও মিলবে।
এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, প্রতিবছর প্রচণ্ড দাবদাহের কারণে বিভিন্ন দেশে অনেক মানুষ মারা যান। তাই দাবদাহ অঞ্চলে বসবাসকারীদের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষার পাশাপাশি নিরাপদ রাখতে অনুসন্ধান ফলাফলে দাবদাহের সতর্কবার্তা দেখাবে গুগল। গ্লোবাল হিট হেলথ ইনফরমেশন নেটওয়ার্কের তথ্য ব্যবহার করে এ সতর্কবার্তা দেওয়া হবে। ফলে নির্দিষ্ট অঞ্চলে দাবদাহ শুরুর সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে আগে থেকেই ধারণা পাওয়া যাবে। আগামী কয়েক মাসের মধ্যে এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।
নতুন এ সুবিধা চালু হলে গুগলের অনুসন্ধান বক্সে উত্তপ্ত আবহাওয়া এবং দাবদাহ লিখে খোঁজ করলেই ব্যবহারকারীরা আশপাশের বিভিন্ন স্থানের তাপমাত্রা দেখতে পারবেন। শুধু তাই নয়, অনুসন্ধান ফলাফলে স্থানীয় তাপমাত্রার তথ্য বা সংবাদনির্ভর ওয়েবসাইটের লিংক দেখা যাবে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দাবদাহ এলাকায় ভ্রমণে আগ্রহী ব্যক্তিরাও সতর্ক হতে পারবেন।