দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষ আকৃতির রোবট

বণিক বার্তা প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ১২:০৬

মানুষের আকৃতির চোখ সংযুক্ত রোবট উন্মোচন করেছে অ্যাজিলিটি রোবোটিকস। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির এ ধরনের উদ্ভাবন রোবটিকসের জগৎকে আরো সমৃদ্ধ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রোবোটটির একটি সিলিন্ডারিক মাথা এবং দুটি অ্যানিমেটেড এলইডি চোখ রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যাজিলিটি রোবটিকস জানিয়েছে, কারখানায় কাজ করার উপযোগী একটি রোবট তৈরি করেছে প্রতিষ্ঠানটি। নতুন এ রোবটের নাম দেয়া হয়েছে ‘ডিজিট’। ২০২০ সালে প্রথমবারের মতো রোবটটি তৈরি করেছিল অ্যাজিলিটি রোবোটিকস।


তবে সে সময় এটি ছিল মাথাবিহীন। রোবোটটিকে পণ্য সরবরাহ, কারখানা পরিদর্শনসহ বিভিন্ন কাজে প্রয়োজনীয় হিসেবে বিক্রি করছিল। এটি মানুষের মতো একই পরিমাণ জায়গা দখল করে। এর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি এবং দুই পায়ে হাঁটতে পারে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র টেকক্রাঞ্চকে বলেন, ‘এর মাথায় ক্যামেরা সংযুক্ত থাকায় ডিজিটের কার্যক্রম দূর থেকে পর্যবেক্ষণ করা সহজ হয়। এর চোখ থাকার কারণে কাজের সময় প্রয়োজন অনুযায়ী দিক পরিবর্তন এবং অন্যান্য কাজের মতো দরকারি তথ্য জানাতে সাহায্য করবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us