প্রচণ্ড গরমে ত্বকে এক ধরনের জ্বালা ভাব হয়। এছাড়া রোদের তাপে পুড়ে যাওয়ার কারণেও ত্বকে হতে পারে জ্বলুনি। গরম থেকেই ত্বকে র্যাশ দেখা দেওয়া বা লালচে হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। গ্রীষ্মের তাপেও ত্বক ঠান্ডা করতে চাইলে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপাদানের উপরে। এমন কিছু উপাদান দিয়ে ফেস প্যাক বানিয়ে নিতে পারেন, যেগুলো ত্বকে এনে দেবে এক ধরনের ঠান্ডা অনুভূতি।
১। শসা ও টক দইটক দই এবং শশার রস ট্যান বা ত্বকের রোদে পোড়া দাগ দূর করার জন্য খুবই কার্যকরী। প্রতিদিন গোসলের আগে এই দুই উপাদানের মিশ্রণ মুখের ত্বক ও গলার অংশে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে তারপর ভালো করে ধুয়ে নিন। ত্বক থাকবে সজীব। ২। অ্যালোভেরা জেল ও শসাশশা ছোট টুকরো করে কেটে নিতে পারেন বা ব্যবহার করতে পারেন শশার রস। এর সঙ্গে মিশিয়ে নিন অ্যালোভেরা জেল।