জরিপের বরাত দিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানিয়েছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ৫২ শতাংশ আসে বৈধ ব্যাংকিং চ্যানেলে। আর অনানুষ্ঠানিকভাবে বা হুন্ডির মাধ্যমে আসে প্রায় ৪৮ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত ‘অভিবাসন ও সোনার মানুষ সম্মিলন’-এ বিশেষ অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি।