রোজা বিষয়ক বেশকিছু জটিল মাসআলা আছে। সেগুলোর একটি হলো—বিমান ভ্রমণের সময় রোজা রাখা। বিশেষত সেহরি ও ইফতার কখন কীভাবে করবেন—এই বিষয়টি বেশি জটিলতা সৃষ্টি করে। একইসঙ্গে বিমানে মাগরিব ও ফজরের নামাজ কখন আদায় করবেন—সেটি জানাও গুরুত্বপূর্ণ। সেগুলো নিয়েই এই আলোচনা।আমরা জানি, রোজা শুরু হয় সুবহে সাদিক থেকে।
সুবহে সাদিক হলো সূর্য উদয়ের আগ মুহূর্ত। ফিকহের পরিভাষায়, রাতের শেষ দিকে পূর্ব দিগন্তের উভয় দিকে ক্ষীণ প্রশস্ত আকারে যে আলো প্রকাশ পায়, ওটাই সুবহে সাদিক।সুবহে সাদিক থেকে সেহরির সময় শেষ হয়ে যায় এবং এরপর থেকেই ফজরের সময় শুরু হয়। কেউ যদি বিমানে রোজা রাখতে চান কিংবা নামাজ আদায় করতে চান, তাহলে বিমানে তিনি যেখানে অবস্থান করছেন, সেখান থেকেই সুবহে সাদিক হিসাব করবেন।