মায়ানমারে ক্ষমতার দখল আরও পোক্ত করতে বিশেষ চাল দিল সামরিক জুন্টা সরকার। নির্বাচনী বিধি না মানার দায়ে দেশের ৪০টি রাজনৈতিক দল ভেঙে দিল তারা। যার মধ্যে রয়েছে নোবেলজয়ী রাজনীতিবিদ আউং সান সু চির দল ‘দ্য ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’ (এনএলডি)।
মঙ্গলবার সরকারি সংবাদমাধ্যমে প্রশাসনের তরফে জানানো হয়, সাধারণ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক দলগুলিকে নথিভুক্তির জন্য দু’মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।