সাংবাদিক নিপীড়নের জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে: মান্না

সমকাল প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ২০:০২

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘প্রথম আলোর সাংবাদিক শামসকে গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার কফিনে শেষ পেরেক। সাংবাদিক নিপীড়নের জন্য এই সরকারকে চরম মূল্য দিতে হবে।’


তিনি বলেন, ‘সাংবাদিক শামসকে আটকের ঘটনা প্রমাণ করে এই দেশে গণমাধ্যমের স্বাধীনতা বলে কিছু অবশিষ্ট নেই।’


বুধবার এক বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘বর্তমান বাংলাদেশের নীরব দুর্ভিক্ষের যে সত্যিকারের চিত্র তিনি তার প্রতিবেদনে তুলে ধরেছিলেন, তা স্বৈরাচারী সরকারের বুকে তীরের মত বিঁধেছে। সেকারণেই শামসকে তুলে নেওয়া হয়েছে। অবৈধ ক্ষমতাসীন সরকার বাকশালী কায়দায় একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায়।’


সাংবাদিক শামসকে আটক সরকারের নার্ভাসনেসের বহিঃপ্রকাশ উল্লেখ করে মান্না বলেন, ক্ষমতা হারানোর ভয়ে তারা জ্ঞানশূন্য হয়ে পড়েছে। দেশের অভ্যন্তরীণ জনঅসন্তোষ এবং একইসঙ্গে বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলোর আন্তর্জাতিক চাপে সরকার দিশেহারা। এই কারণে তারা দমন, পীড়ন, হামলা, মামলার মাধ্যমে ভয় দেখিয়ে জনগণ এবং একইসঙ্গে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু এতে হিতে বিপরীত হবে।’


অবিলম্বে শামসের মুক্তির দাবি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে শামসকে মুক্তি দিতে হবে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us