কারণ, টসে নির্ধারিত হয় আগে ব্যাটিং বা বোলিংয়ের সিদ্ধান্ত কে নেবে। আর ম্যাচ জেতার ক্ষেত্রে কন্ডিশন বিবেচনায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে—কোন দল কখন ব্যাটিং করল, সেটিই।
যে কারণে অনেক সময়ই দেখা যায়, টসে জিতলে ম্যাচ জয় প্রায় নিশ্চিত। ম্যাচের ফলে টসের এই প্রভাব কমিয়ে ফেলতে নিয়মে পরিবর্তন এনেছে আইপিএল কর্তৃপক্ষ।