টটেনহ্যাম হটস্পারের কোচের দায়িত্ব থেকে আন্তোনিও কন্তের বিদায়ের আনুষ্ঠানিক প্রকাশ আপাতত ‘পারস্পরিক সমঝোতা।’ পর্দার আড়ালের অনেক কারণ নিয়েই অবশ্য গুঞ্জন চলছে। সন হিউং-মিন অবশ্য চলতি সেসব গুঞ্জন-খবরে ডুব দিচ্ছেন না। টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড বরং কোচের বিদায়ে কাঠগড়ায় তুলছেন নিজেকেই।
কন্তের বিদায়ের প্রেক্ষাপট হিসেবে সবচেয়ে বেশি যা উচ্চারিত হচ্ছে, তা হলো ফুটবলারদের সঙ্গে তার দূরত্ব। গত ১৮ মার্চ সাউথ্যাম্পটনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করার পর দলের ফুটবলারদের ‘স্বার্থপর’ বলে তুমুল আলোচনার জন্ম দেন কন্তে। বিস্ফোরক সেই সংবাদ সম্মেলনে ফুটবলারদের টিম স্পিরিট ও চাপের মধ্যে খেলার সামর্থ্যও প্রশ্নবিদ্ধ করেন কোচ। এটা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই ৮ দিন পর আসে তার বিদায়ের ঘোষণা।