চলতি ২০২২-২৩ অর্থবছরেও বাজেট বাস্তবায়নে কৃচ্ছ্রসাধন নীতি নিয়েছে সরকার। এ নীতি বাস্তবায়নে সংশোধিত বাজেটে বরাদ্দের অতিরিক্ত কোনো ব্যয় না করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেল।
আদেশে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের উদ্দেশে বলা হয়, সংশোধিত বাজেটে বরাদ্দের অতিরিক্ত ব্যয় করা যাবে না। তবে জরুরি পরিস্থিতে অনিবার্য কোনো কারণে প্রয়োজন হলে মনিটরিং সেল অতিরিক্ত বরাদ্দ প্রদান করবে, যা সংশোধিত বরাদ্দ হিসেবে গণ্য হবে।