সপ্তাহের ব্যবধানে হিলিতে বেড়েছে ছোলার দাম

বণিক বার্তা প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৯:৫৪

চাহিদার তুলনায় আমদানি কমায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানীকৃত ছোলার দাম বেড়েছে। আগে প্রতি কেজি ছোলা ৭২-৭৩ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ৭-৮ টাকা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পাইকারসহ নিম্নআয়ের মানুষ।


হিলি স্থলবন্দরে ছোলা কিনতে আসা পাইকার আইয়ুব আলী বলেন, ‘‌দেশের বিভিন্ন মোকামে ক্রেতাদের চাহিদামতো বন্দর থেকে ছোলা কিনে সরবরাহ করে আসছি। বন্দরে ছোলার দাম কম থাকায় মোকামে বেশ চাহিদা ছিল। তবে এখন মোকামগুলোয় তেমন একটা ছোলার চাহিদা নেই। তার ওপর দাম বেশি হওয়ায় অনেকেই কিনছে না।’


তিনি বলেন, ‘‌রমজান শুরু হয়ে যাওয়ায় ছোলা বিক্রি নিয়ে অনেকেই সন্দিহান। অল্প ছোলা আমদানি হচ্ছে। কিন্তু সে তুলনায় চাহিদা বেশি থাকায় দামও প্রতিনিয়ত বাড়ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ছোলা কিনে সরবরাহ করা হচ্ছে। তবে দাম বেশি হওয়ায় পুঁজিও বেশি লাগছে। সাধারণ মানুষকেও বেশি দামে কিনতে হচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us