পুরো চার্জ দেওয়ার পরও দ্রুত ফোনের চার্জ শেষ হয়ে যায় অনেকের। ফোন পুরোনো হলে তো কথাই নেই, ব্যাটারির কার্যকারিতা কমে যাওয়ায় চার্জও দ্রুত শেষ হয়ে যায়। ফোনে থাকা বেশ কিছু অ্যাপ ব্যাটারি বেশি খরচ করে। কারণ, ব্যবহার না করলেও ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। এসব অ্যাপ চাইলেও বন্ধ করা যায় না।
ফলে ব্যাটারি খরচ হতে থাকে। ফোনের ব্যাটারি বেশি খরচ করা অ্যাপের নাম জানার পদ্ধতি দেখে নেওয়া যাক—