প্রকৃতিতে বাড়ছে তাপমাত্রা। গরমে বাড়ির বাইরে বেরোলে সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত প্রয়োজনীয়। শুধু বাড়ির বাইরে নয়, গরমকালে বাড়ির ভিতরে যারা অনেকক্ষণ রান্নাঘরে থাকেন তাদেরও অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। তবে সানস্ক্রিন কেনার এবং ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। একটু সতর্ক থাকলে নিজের জন্য উপযুক্ত সানস্ক্রিন কিনতে এবং ব্যবহার করতে পারবেন।
এবার দেখে নেওয়া যাক এক্ষেত্রে কী কী টিপস মেনে চলা প্রয়োজন।শুধু প্রাপ্তবয়স্করা সানস্ক্রিন ব্যবহার করলেই চলবে না। শিশুদেরও সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। তা না হলে শিশুদের ত্বকও ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন। বাচ্চার ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন কিনতে হবে। বাচ্চার ত্বক যদি সংবেদনশীল হয় তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।সানস্ক্রিন লাগানোর সময় সামান্য পানি মিশিয়ে মাখলে ত্বক খুব চটচটে হবে না।