ধর্মঘটের কারণে প্রায় স্থবির হয়ে পড়েছে জার্মানির পরিবহন খাত। বিমানবন্দর, নৌবন্দর, রেলওয়ে, বাস এবং পাতাল রেলের কর্মীরা মধ্যরাতের পর পর ২৪ ঘণ্টার জন্য ধর্মঘট শুরু করে।
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলায় উচ্চ মজুরির দাবিতে এই ধর্মঘটের ডাক দেয় জার্মানির বৃহত্তম দুটি ইউনিয়ন। সম্প্রতি তাদের সঙ্গে সংহতি জানায় অন্যান্য সরকারি কর্মচারীরা।
ধর্মঘটের ফলে জার্মানির জাতীয় রেল অপারেটর ডয়েচে বাহনের পরিচালিত কমিউটার এবং আঞ্চলিক ট্রেনগুলোর যাত্রীরা বিপাকে পড়েছেন। সাত রাজ্যে থমকে আছে ট্রাম, বাসসহ স্থানীয় পরিবহন পরিষেবা।
বার্লিনে একজন বিক্ষোভকারী এএফপি বার্তা সংস্থাকে বলেন, ‘পেট্রোল ও খাবারের দাম বেড়েছে। আমি আমার মানিব্যাগে এটা অনুভব করছি।’
ধর্মঘটের প্রভাব পড়েছে মিউনিখ এবং ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে। হাজার হাজার ফ্লাইট বাতিল হওয়ায় বড় লোকসানের মুখে পড়েছে কর্তৃপক্ষ। ধর্মঘটের কারণে রবিবার মিউনিখ বিমানবন্দরের একাধিক ফ্লাইট ব্যাহত হয়।