পাকিস্তানের ঘুরে দাঁড়াতে ১০ দফা কর্মসূচি ইমরান খানের

সমকাল প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ১১:৩১

আগামী নির্বাচন সামনে রেখে দেশের অর্থনীতিসহ নানামুখী সংকট উত্তরণে রোডম্যাপ ঘোষণা করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দেশকে ঘুরে দাঁড় করাতে ১০ দশা কর্মসূচিও দিয়েছেন তিনি। একই সঙ্গে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন বর্তমান সরকারের দেশ পুনর্গঠন ও সংকট উত্তরণে কোনো পরিকল্পনা নেই দাবি করে তাঁদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। খবর ডনের।


রোববার ভোর রাতে লাহোরের মিনার-ই-পাকিস্তানে পিটিআইর বিশাল জনসভায় দেওয়া ভাষণে ইমরান এসব কথা বলেন।


নেতাকর্মীর উদ্দেশে ইমরান প্রশ্ন করেন, দেশকে বর্তমান সংকট থেকে বাঁচানোর জন্য বর্তমান সরকারের কোনো কর্মসূচি আছে? তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতাসীন শাসকদের দেশকে বাঁচানোর ক্ষমতা বা উদ্দেশ্য কোনোটিই নেই।


নির্বাচনের বিষয়ে পিটিআই চেয়ারম্যান বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড মানে এখন ‘ইমরান খানের হাত বেঁধে রাখা’। শুধু তাই নয়, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার বিরোধীদের চেপে রাখছে বলেও অভিযোগ করেন তিনি।


১০ দফা কর্মসূচির কথা উল্লেখ করে ইমরান বলেন, পাকিস্তানকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনা হবে। বারবার আইএমএফের কাছে যাওয়া এড়াতে সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বিনিয়োগ করতে অনুপ্রাণিত করা হবে। যাঁরা রপ্তানি করে দেশে ডলার আনবেন, তাঁদের নানামুখী সুবিধা দেওয়ার ঘোষণাও দেন পিটিআইর প্রধান।


ইমরান খান বলেন, তাঁর সরকার পর্যটন খাতকে উন্নত করবে। খনিজসম্পদের মাধ্যমে রাজস্ব বাড়ানোর দিকে দৃষ্টি দেবে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প পুনরুজ্জীবিত করবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us