তিউনিসিয়ায় অভিবাসীবোঝাই নৌকাডুবি, মৃত ২৯

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ০৯:৩৭

তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।


মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিউনিসিয়ার উপকূলে নৌকা দুটি ডুবে যায়।


নৌকা দুটির আরোহী সাব-সাহারান অভিবাসী। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করছিলেন বলে রোববার (২৬ মার্চ) জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।


গত কয়েকদিনে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবির যেসব ঘটনা ঘটেছে, এটি সেগুলোর মধ্যে সর্বশেষ।


এছাড়া সেখানে গত চার দিনে আরও পাঁচটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। অবৈধ ও অনথিভুক্ত আফ্রিকান অভিবাসীদের বিরুদ্ধে তিউনিসিয়া অভিযান শুরু করার পর নৌকাডুবির এই ঘটনা ঘটল।


ইতালীয় কর্মকর্তারা বলছেন, গত ২৪ ঘণ্টায় রেকর্ড আড়াই হাজার অভিবাসী সেখানে পৌঁছেছেন। ইতালির উগ্র ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শরণার্থীদের এই বিশাল ঢেউকে ইতালীয় উপকূলে আসতে দেখে ইউরোপের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us