শীত পেরিয়ে বসন্তকালে মাত্র পা রেখেছে দেশ। ঋতু বদলের এই সময়ে উদ্বেগের বিষয় হয়ে দেখা দিয়েছে ছোঁয়াচে রোগ চিকেন পক্স বা জলবসন্ত। শিশু-বুড়ো সবাই এতে ভুগছেন। বিস্তার বাড়ায় হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে রোগীদের। ঘটছে প্রাণহানিও। যা রীতিমতো উদ্বেগের বলে মনে করছেন চিকিৎসকেরা।
চিকৎসকরা বলছেন, সামান্য জ্বর, মাথাব্যথা ও শরীর ম্যাজম্যাজ করলে চিকেন পক্স হয়েছে বলে ধরে নেওয়া হয়। ৫ থেকে ৯ বছরের শিশু এবং ষাটোর্ধ্ব ব্যক্তিরা এতে আক্রান্ত হয়ে থাকেন। মূলত জানুয়ারি থেকে মে পর্যন্ত এই রোগের প্রকোপ বেশি থাকে। তবে চলতি বছর আক্রান্তের হার তুলনামূলক বেশি। হাঁচি, কাশি, থুতুর মাধ্যমে, একসঙ্গে থাকা ও খাওয়ার মাধ্যমেও ছড়াতে পারে। চিকেন পক্সের যে ফোসকায় জীবাণু থাকে, এটি ফেটে গিয়েও রোগ ছড়াতে পারে। এ রোগে মৃত্যুও ঘটে।