রমজানকে ঘিরে খেজুর আমদানি অনেক বেড়েছে। দেশে আমদানি করা খেজুরের ৬০ শতাংশই আসে ইরাক থেকে। দ্বিতীয় স্থানে আছে আরব আমিরাত। মোট ২০ দেশ থেকে ২৮ ধরনের খেজুর আসে বাংলাদেশে।
আমদানি উৎসের তালিকায় রয়েছে সৌদি আরব, ইরান, তিউনিসিয়া, আলজেরিয়া, ওমান, জর্ডান, মিসর, ফ্রান্স এবং ভারতও। একেক দেশের খেজুরের দাম একেক রকম। স্বাদেও রয়েছে ভিন্নতা। তবে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় খেজুর হচ্ছে ইরাকের ‘জাহেদি খেজুর’।ফল আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, সাধারণভাবে খেজুরের চাহিদা থাকে মাসে ৫ থেকে ৬ হাজার টন। কিন্তু রমজান মাসে এর চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় ৫০ হাজার টন।