অপরিকল্পিত নগরায়ণের কারণে শহরগুলো এখন কংক্রিটের জঙ্গল। সেখানে পদে পদে মৃত্যুফাঁদ। কে কখন সেই ফাঁদে আটকে পড়ে, কেউ জানে না।
তবে এটি নিশ্চিত, সমাজের ওপরতলার মানুষ, যাঁরা রাষ্ট্রের সবচেয়ে সুবিধাভোগী এবং ক্ষমতাচর্চার সঙ্গে ঘনিষ্ঠ, তাঁরা সেই ফাঁদ সহজে এড়িয়ে চলতে পারেন। ক্ষমতাচর্চায় পিষ্ট বা ক্ষমতাহীন মানুষ সেখান থেকে বাঁচতে পারেন না। এটিই আমাদের শহরগুলোর বাস্তবতা। চট্টগ্রাম শহরে সুরক্ষাবিহীন ভবন নির্মাণ এখন এমন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।