সরকারের নীতিনির্ধারকেরা হামেশা স্বাস্থ্য খাতের বিপুল উন্নয়নের কথা বলেন। সাফল্য ও অগ্রগতির বয়ান শোনান। কিন্তু তঁারা তলিয়ে দেখেন না কেন যক্ষ্মার মতো সহজে নিরাময়যোগ্য রোগেও হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন।
২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবসে প্রথম আলোর প্রতিবেদন ছিল, ‘যক্ষ্মা নির্মূলের লক্ষ্যমাত্রা থেকে দেশে পিছিয়ে।’ এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও আইসিডিডিআরবি পরিচালিত ইউএসএআইডির অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসিটিবি) কার্যক্রম আয়োজিত সেমিনারে যেসব তথ্য উঠে এসেছে, তা খুবই উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ বৈশ্বিক যক্ষ্মা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি মিনিটে একজন যক্ষ্মায় আক্রান্ত হচ্ছেন।