ইফতারের শরবতেও গুনতে হবে বাড়তি টাকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ১৭:০৭

পবিত্র রমজানে ইফতারের শরবতে ইসবগুল, তোকমা ও তালমাখনার মতো উপকারী উপাদানগুলো রাখেন অনেকেই। এ বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছুঁয়ে গেছে এসব পণ্যেও। বেড়েছে দাম। ফলে এ বছর রোজাদারদের ইফতারের শরবতে প্রশান্তি পেতে গুনতে হবে বাড়তি টাকা।


শুক্রবার (২৪ মার্চ) রমজানের প্রথম দিনে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।


বিক্রেতারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বছর এ ধরনের পণ্যে দাম বেড়েছে কেজিপ্রতি ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত।


রাজধানীর রামপুরা বাজারে প্রতি ১০০ গ্রাম ইসবগুলের ভুসির প্যাকেট বিক্রি হচ্ছে ১২০ টাকা। এ বিষয়ে বিক্রেতা খালেক মিয়া বলেন, গত বছর একই পরিমাণের এক প্যাকেটের দাম ছিল ৮০ টাকা। এবার ভুসির দাম কেজিপ্রতি ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান খালেক।


একইভাবে প্রতি ১০০ গ্রাম ইসবগুলের দানার প্যাকেট ৫০ টাকায় বিক্রি করছেন খালেক মিয়া। তিনি জানান, দানার কেজি এখন ৫০০ টাকা, আগে ৩৫০ টাকা ছিল।


আরও কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ১০০ গ্রাম তোকমা দানা বাজারভেদে ২০ থেকে ৩০ টাকা, তালমাখনা ৪৫ থেকে ৫০ টাকা, চিয়া সিড ৮০-৯০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও কাতিলা গাম ৪৫ থেকে ৫০ টাকা এবং শাহি দানা ৪৫ থেকে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এই সবগুলো উপকরণের মিশ্রণ একসঙ্গে (মিক্সার) প্রতি ১০০ গ্রাম বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us