ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার অজিত কুমারের বাবা পিএস মনি মারা গেছেন। শুক্রবার সকালে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃত্যুকালে স্ত্রী মোহিনী ও তিন পুত্র অনুপ কুমার, অজিত কুমার, অনিল কুমারকে রেখে গেছেন। বাবার মৃত্যুর খবরটি তারা তিনজন যৌথ একটি বিবৃতিতে প্রকাশ করেছেন।
প্রয়াত বাবার অসুস্থতার বিষয় উল্লেখ করে বিবৃতিতে বলেন— ‘আজ সকালে আমাদের বাবা পিএস মনি মারা গেছেন। দীর্ঘ দিন অসুস্থ থাকার পর আজ ঘুমের মধ্যে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর। চার বছর আগে বাবার স্ট্রোক হয়েছিল। তারপর থেকে মেডিক্যাল সংশ্লিষ্টরা আমাদের সহযোগিতা করে আসছিলেন; তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’