নির্মাতা কার্তিকী গঞ্জালভেসের হাতে অস্কার উঠেছিল আরও দশদিন আগে, এখন সেই পুরস্কার পৌঁছেছে সিনেমার দুই অভিনয় শিল্পী আদিবাসী দম্পতি বোম্যান-বেলির কাছে।
বোম্যান-বেলি হলেন সেই দম্পতি যারা ‘দ্য এলিফেন্ট হুইসপারারস’-এ অভিনয় করে ৪১ মিনিটের তথ্যচিত্রকে চলচ্চিত্রের সেরা মর্যাদা এনে দিয়েছেন। তারা দুজন সিনেমার আহত শিশু হাতিকে সেবাযত্নে করার দায়িত্ব নিয়েছিলেন।