রমজানের রোজা আল্লাহ তাআলা কর্তৃক নির্দেশিত ফরজ ইবাদত। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। আল্লাহ তাআলা মানুষকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। যেভাবে আগের নবি-রাসুলদের উম্মতদের নির্দেশ দিয়েছিলেন। যারা রমজান মাস পাবে তাদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক।
কোরআনে এসেছে- فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ‘কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে।’ (সুরা বাকারা : আয়াত ১৮৫) প্রশ্ন হলো- কোরআনুল কারিমে ‘সিয়াম’ শব্দের উল্লেখ করার কারণ কি? এটি বুঝতে পারলেই রোজা রাখার কারণ ও লক্ষ্য-উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সুস্পষ্ট হয়ে যাবে। তাহলো- সিয়াম শব্দের সাধারণ অর্থ হচ্ছে ‘বিরত থাকা’। তাইতো চুপ বা নিস্তব্ধ থাকাকেও সিয়াম বলা হয়। আর যে ব্যক্তি চুপ থাকে তাকে ‘সায়েম’ বলে। যেমনিভাবে আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর মানুষের বিভিন্ন প্রশ্নের মুখোমুখিতে চুপ থাকতে বলেছেন।