গর্ভনিরোধের জন্য কেবল প্রোজেস্টোজেন থাকা মিনিপিল সেবনে স্তন ক্যান্সারের কিছু ঝুঁকি দেখছেন গবেষকরা।
বিবিসি জানিয়েছে, পিএরওএস মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণায় প্রথমবারের মত এ ধরনের পিল সেবনে স্বাস্থ্যঝুঁকির এই দিকটি খতিয়ে দেখা হয়েছে।
এ ধরনের ঝুঁকি সামান্য পরিমাণে দেখা গেছে মূলত বয়স্কদের মধ্যে, যা ওষুধ সেবন বন্ধ করার কয়েক বছরের মধ্যে দূর হয়ে যায়।
তবে উল্টো দিকে কেবল প্রোজেস্টোজেন থাকা এই পিল আবার কয়েক ধরনের ক্যান্সার থেকে নারীকে দূরে রাখে।