আমাদের দেশে মাথায় আঘাতের বড় কারণ হলো সড়ক দুর্ঘটনা। এ ছাড়া নানা কারণে মাথায় আঘাত লাগতে পারে। এর মধ্যে ওপর থেকে পড়ে যাওয়া, খেলাধুলা, কেউ আঘাত করলে, কাজ করতে গিয়ে পড়ে যাওয়া ইত্যাদি। মাথায় আঘাত পেলে খুলির ভেতর থাকা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়।
মস্তিষ্কের আঘাত দুই ধরনেরÑ ফোকাল ও ডিফিউজ। মস্তিষ্কের ক্ষতি প্রাইমারি বা সেকেন্ডারি হয়ে থাকে। সরাসরি মাথায় আঘাতের জন্য যে ক্ষতি হয়, তা হলো প্রাইমারি ইনজুরি। মাথায় আঘাতের পর মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে পরে মস্তিষ্ক ঝুলে নেমে আসে (হার্নিয়েশন) বা পানি জমে ফুলে যায় (ইডিমা)। এটাকে তখন সেকেন্ডারি ইনজুরি বলে।