এ যেন লিওনেল মেসির বিশ্বকাপ জয় পূর্ণতা পাওয়ার রাত।
তিন মাস আগে কাতারের লুসাইলে ফ্রান্সকে হারিয়ে জিতেছিলেন বিশ্বকাপ ট্রফি। এর পর দেশে ফিরে ট্রফি নিয়ে ছাদখোলা বাসে চড়ে ট্রফি-জয়টা উদ্যাপন করেছিলেন আর্জেন্টাইনদের সঙ্গে। তবে মাঠের অর্জন মাঠে উদ্যাপনটা বাকি রয়ে গিয়েছিল। বাকি রয়ে গিয়েছিল তিন তারকা খচিত জার্সি পরে মাঠে নামাও।
আজ বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসে মনুমেন্তাল স্টেডিয়ামে সেই ‘অপূর্ণতা’ পূর্ণতা পেয়েছে। পানামার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা, মূলত, যা ছিল আর্জেন্টাইনদের সঙ্গে মেসিদের বিশ্বকাপজয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যম।