রমজান মাস। পুরো বছরে এই একটি মাসের জন্য বেশ আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। এই মাসে দৈনন্দিন রুটিনেও আসে পরিবর্তন। রোজার মাসে বাংলাদেশের সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানগুলোর অফিস সময়সূচিতে পরিবর্তিত হয়। সরকারি ঘোষণা অনুযায়ী বেশিরভাগ অফিসের সময়সূচী এবার সকাল ৯ ঘটিকা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।
মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে আকাঙ্খিত এ মাসে ব্যস্ততার কোনো শেষ নেই। তাছাড়া রমজান মাসে সারাদিন রোজা রাখার ফলে কর্মক্ষমতা অন্যান্য মাসের তুলনায় কিছুটা কমে যায়। কিছুটা সংক্ষিপ্ত অফিস সময়ের মধ্যে অফিসের সকল কাজ শেষ করা, ঢাকা শহরের রাস্তার জ্যাম ঠেলে ইফতারের আগে বাসায় ফেরা, ইফতার, রাতের খাবার, সেহেরীর প্রস্তুতি এ সব কিছুর সাথে নামাজের সময়, ঘুম, ব্যয়াম এবং সর্বোপরি সময়ের কাজ সময়ে করতে হিমশিম খেতে হয়।