অস্কার: দর্শক বাড়াতেই গুরুত্ব পাচ্ছে এশিয়া?

বিডি নিউজ ২৪ বিধান রিবেরু প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ১৯:০৫

প্রতিটি পুরস্কারেই কিছু মানদণ্ড থাকে। চলচ্চিত্রে পুরস্কার প্রদানেও এর ব্যতিক্রম হয় না। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার যেহেতু যুক্তরাষ্ট্রের অনুষ্ঠান, এখানে মার্কিন ছবিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে ইদানিং তারা আগ্রহী হয়ে উঠছে বিদেশী ছবিগুলোর প্রতি। ২০২০ সালে অস্কারের ইতিহাসে প্রথমবারের মতো অ-ইংরেজি ভাষায় বানানো ‘প্যারাসাইট’ শ্রেষ্ঠ ছবির মর্যাদা পায়। ৯২তম অস্কারে বোং জুঁ-হ পরিচালিত এই কোরিয়ান ছবিটি চারটি বিভাগে পুরস্কার পায়, সেগুলোর ভেতর শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্যের পুরস্কারটিও ছিল।


অনেকদিন ধরেই হলিউড তাদের গণ্ডির বাইরে থাকা মেধাকে নিজেদের সাথে যুক্ত করতে চাচ্ছে। অস্কারের মাধ্যমে পুরস্কৃত করে তারা বিদেশী পরিচালকদের সুযোগ করে দিতে চায় হলিউডে। নতুন পরিচালক মানে নতুন চিন্তা-ভাবনা, নতুন গল্প। তাছাড়া যুক্তরাষ্ট্র ভিন্ন অন্য দেশের ছবিকে যুক্ত করা মানে অনুষ্ঠানের দর্শকও বৃদ্ধি পাওয়া। আর তা যদি হয় এশিয়ার তাহলে তো কথাই নেই, দর্শক বাড়বে হুহু করে, কারণ ইউরোপের চেয়ে বেশি মানুষের বাস এই এশিয়ায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us