যৌক্তিক দামের চেয়ে বেশি দামে ব্রয়লার মুরগি বিক্রি হওয়া এবং বেশি লাভে বিক্রি অব্যাহত থাকলে সীমান্ত খুলে দিয়ে মুরগি আমদানির সুপারিশ করার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আর রমজান মাসে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ১৯৫ টাকার মধ্যে বিক্রি করবে বলে আশ্বস্ত করেছেন উৎপাদনকারীরা।বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে পোলট্রি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান।