ছাত্রলীগ কর্মী বাবলু হত্যা মামলায় কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়াসহ ছয় আসামির বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা সাত মাস ধরে থানায় পড়ে আছে। গত বছরের ১০ আগস্ট গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও আসামিদের গ্রেফতার করেনি পুলিশ।
আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশের দাবি ‘পলাতক’।গত ২৮ জুন বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়ার নেতৃত্বে নীলকণ্ঠ গ্রামে ছাত্রলীগ কর্মী শামীম আশরাফ বাবলুর (২৩) বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হন বাবলু। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।