লিফট রহস্য এবং সত্যি-মিথ্যা

আজকের পত্রিকা প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ১৬:৫৩

ধাঁধা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এতে চমৎকার সময় কাটার পাশাপাশি মগজটাও ঝালাই করা হয়ে যায়। তাই এখন থেকে নিয়মিত পাঠকদের জন্য নানা ধরনের ধাঁধা উপহার দেব আমরা। এর মধ্যে থাকবে লজিক ধাঁধা, গণিতের ধাঁধা, লোকধাঁধাসহ নানা ধরনের ধাঁধা। আজ প্রথম কিস্তিতে থাকছে চারটি ধাঁধা। উত্তর পাবেন লেখার শেষে।


লিফট রহস্য


একজন লোক কোনো একটি দালানের ১১ তলায় থাকেন। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় তিনি লিফটের বোতাম চেপে এক তলায় নেমে যান। সন্ধ্যায় যখন ফেরেন, তখন যদি বৃষ্টির দিন হয় কিংবা লিফটে অন্য কেউ থাকেন, তবে সরাসরি যে তলায় থাকেন সেখানে, মানে ১১ তলাতেই ওঠেন। কিন্তু বৃষ্টি না হলে এবং একা থাকলে লিফটের ৭ নম্বর বোতাম চাপেন, অর্থাৎ আট তলায় নেমে যান। বাকি তিনটি তলা হেঁটে ওঠেন। তাঁর এমন আচরণের রহস্য কী? 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us