আরও ৯টি স্বর্ণের বার সেই যাত্রীর পায়ুপথে, উদ্ধার পৌনে ৪ কেজি

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ১২:৪৭

দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামের সেই যাত্রীর পায়ুপথ থেকে আরও ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।  


এ নিয়ে দুবাই থেকে আসা যাত্রীর প্যান্টের ভেতর ১৫টি, জুতার ভেতর ৮টিসহ মোট ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হলো। স্বর্ণালংকার পাওয়া যায় ৯৯ গ্রাম। সব মিলে ওজন ৩ দশমিক ৮২৭ কেজি। বাজারমূল্য ৩ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।


বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান।


তিনি জানান, হাটহাজারীর ধলই এনায়েতপুরের মোহাম্মদ জিয়াউদ্দিন নামের এক যাত্রী সকাল ৬টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার আসন ২৮বি থেকে তাকে নিয়ে আসি আমরা। ইমিগ্রেশন শেষে কাস্টমস হলের ২ নম্বর গেট সংলগ্ন স্থানে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে তল্লাশি করি। এ সময় তার প্যান্টের ভেতর ১৫টি, জুতার ভেতর ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। এরপর তাকে এক্স-রে করে পায়ুপথে আরও ৯টি বার পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us