শরীরচর্চার জন্য ২০২৩ সালের সেরা হেডফোন

প্রথম আলো প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৭:০৪

যাঁরা স্বাস্থ্যসচেতন, তাঁরা শরীরচর্চা করেন। আর তাঁদের অনেকেই শরীরচর্চার সময় হেডফোন ব্যবহার করতে পছন্দ করেন। তবে অনুশীলনে ক্রমাগত শারীরিক গতিবিধির পরিবর্তন হয়। ফলে হেডফোনের নিয়ন্ত্রণ রাখা কষ্টকর। তাই যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের এমন হেডফোন বা ইয়ারবাডের প্রয়োজন, যাতে সেটি নিয়ন্ত্রণ করার ঝামেলা না থাকে এবং মাথায় বা কানে সুরক্ষিত থাকে। এ ছাড়া শরীরচর্চার গতিবিধির পরিবর্তনে নড়াচড়া হলেও হেডফোন বা ইয়ারফোন যাতে যথাযথ স্থানেই থাকে। অনুশীলনের জন্য ২০২৩ সালের সেরা হেডফোন ও ইয়ারফোনগুলোর কথা থাকছে এই প্রতিবেদনে।


সেরা তালিকা


সংক্ষেপে নির্বাচিত হেডফোন ও এয়ারবাডগুলো দেখে নেওয়া যাক।
সবার সেরা: অ্যাপল বিটস ফিট প্রো
সেরা ওভার-ইয়ার: জেবিএল লাইভ ৬৬০এনসি
সেরা হাড় পরিবাহী বা বোন কনডাকশন: শকজ ওপেনরান
স্পটিফাইয়ের জন্য সেরা: বস স্পোর্টস ইয়ারবাডস
ক্রসফিটের জন্য সেরা: ডার্ডার ফ্রিডম স্পোর্টস ইয়ারবাডস সেরা ব্যাটারি স্থায়িত্ব: জাবরা এলিট ৭ অ্যাকটিভ
কাস্টম ফিটের জন্য সেরা: আলটিমেট ইয়ার ফিটস
সাশ্রয়ে সেরা: সাউন্ডকোরের অ্যাঙ্কর স্পোর্ট এক্স ১০


যেভাবে বাছাই করা হয়েছে


সেরা হেডফোন বা ইয়ারবাড নির্বাচনের ক্ষেত্রে ব্যাটারির স্থায়িত্ব ও চার্জিং কেস রয়েছে কি না, তা বিবেচনায় নেওয়া হয়েছে। কেননা শরীরচর্চার ক্ষেত্রে ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব গুরুত্বপূর্ণ। শব্দের মানও যন্ত্রগুলো বেছে নেওয়ার ক্ষেত্রে অন্যতম বিবেচনাধীন বিষয় ছিল। অ্যাপ দিয়ে বা যন্ত্র থেকেই নির্বাচিত হেডফোন বা ইয়ারবাডের শব্দের ভারসাম্য নিয়ন্ত্রণ করার সুযোগ রয়েছে।


অ্যাপল বিটস ফিট প্রো


যে কারণে সেরা: শরীরচর্চার জন্য বিটস ফিট প্রো একটি জুতসই যন্ত্র। এটি যথার্থভাবেই কানে লেগে থাকে। ফলে শরীরচর্চার সময় যন্ত্র নিয়ন্ত্রণ করার জন্য বাড়তি মনোযোগের প্রয়োজন নেই। এ ছাড়া যন্ত্রটির শব্দমানের ভারসাম্যও রয়েছে। আইওএস অপারেটিং সিস্টেমের যেকোনো যন্ত্রের সঙ্গে এর সংযোগ নিরবচ্ছিন্ন থাকে। ফলে স্বচ্ছন্দে শরীরচর্চা করা যায়।


বিশেষত্ব:


• ওজন: প্রতিটি ইয়ারবাডের ওজন ০.২ আউন্স (কেসসহ ২.৩ আউন্স)
• আইপি রেটিং: আইপি এক্স ফোর
• ব্যাটারির স্থায়িত্ব: ৬ ঘণ্টা (কেসসহ ২৪ ঘণ্টা)।


সুবিধা:


• ভালো মানের নয়েজ ক্যানসেলেশন সুবিধা, সঙ্গে সাধারণ নকশা
• দৌড়ানো বা শরীরচর্চার সময় কানে যথাযথভাবে লেগে থাকে
• আইওএস অপারেটিং সিস্টেমে নিরবচ্ছিন্ন সংযোগ
• কেসের আকার ছোট, তাই সহজেই বহনযোগ্য।


অসুবিধা:


• তার ছাড়া চার্জ করার সুবিধা নেই।
• সংযোগের জন্য আইওএস অপারেটিং সিস্টেম প্রয়োজন।
• পানিতে ডুবে গেলে সুরক্ষা সুবিধা পাওয়া যায় না।


জেবিএল লাইভ ৬৬০ এনসি


যে কারণে সেরা: ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারির স্থায়িত্ব এবং ভালো মানের শব্দসুবিধা রয়েছে।


বিশেষত্ব


• ওজন: ৯.৩ আউন্স
• ব্যাটারির স্থায়িত্ব: ৫০ ঘণ্টা।


সুবিধা


• ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারিতে চার্জ থাকে।
• ১০ মিনিট চার্জে ৪ ঘণ্টা চলে।
• জেবিএল অ্যাপ দিয়ে শব্দের মান নিয়ন্ত্রণ করা যায়।


অসুবিধা


• শরীরচর্চার বিভিন্ন অবস্থা নয়েস ক্যানসেলেশন সুবিধাকে প্রভাবিত করে
• ভয়েস অ্যাসিসট্যান্ট বোতামে অকারণ চাপ লেগে ভিন্ন নির্দেশনা চালুর শঙ্কা
• আইপি রেটিং নেই।


শকজ ওপেনরান


যে কারণে সেরা: ব্যতিক্রম ও নজরকাড়া নকশার এ যন্ত্রে কানের আশপাশের অংশ বদ্ধ থাকে না। ফলে দৌড়ানো বা সাইকেল চাোনোর সময় মনোযোগ ব্যহত হয় না।


বিশেষত্ব:


• ওজন: ০.৯২ আউন্স
• আইপি রেটিং: আইপি ৬৭
• ব্যাটারি স্থায়িত্ব: ৮ ঘণ্টা।


সুবিধা:


• ঘামরোধী এবং পানিরোধী। ফলে অনেক বেশি শরীরচর্চার ক্ষেত্রেও সমস্যা হয় না।
• নকশার ফলে কানের আশপাশের স্থান বদ্ধ থাকে না।
• দীর্ঘস্থায়ী ব্যাটারি।


অসুবিধা


• চার্জার বদল করা যায় না
• অন্যরাও শব্দ শুনতে পারে।


বোস স্পোর্টস ইয়ারবাডস


যে কারণে সেরা: এ ইয়ারফোনে প্রিয় গানের তালিকা রাখার সুযোগ রয়েছে। ভালো শব্দমানের পাশাপাশি ভারসাম্য করার সুযোগ রয়েছে।


বিশেষত্ব


• ওজন: প্রতিটি ইয়ারবাডের ওজন ০.২৪ আউন্স
• আইপি রেটিং: আইপি এক্স ফোর
• ব্যাটারি স্থায়িত্ব: এক চার্জে ৫ ঘণ্টা।


সুবিধা


• আরামদায়ক এবং কানে যুক্ত থাকায় নিয়ন্ত্রণসুবিধা ভালো।
• ভালো শব্দমান।
• প্রতিটি বাড স্পর্শ করে নিয়ন্ত্রণ করা যায়।


অসুবিধা


• অ্যাপের প্রয়োজন হয়।
• ব্যাটারির স্থায়িত্ব কম।
• সক্রিয় নয়েজ ক্যানসেলেশন নেই।


দঁতির ফ্রিডম স্পোর্টস ইয়ারবাডস


যে কারণে সেরা: সিলিকন ইয়ার টিপস এবং হুক সুবিধার জন্য চরম মাত্রার শরীরচর্চার সময়ও এটির নিয়ন্ত্রণ থাকে।


বিশেষত্ব:


• ওজন: প্রতিটি বাড ০.৩৩ আউন্স।
• আইপি রেটিং: আইপি এক্স সেভেন।
• ব্যাটারি স্থায়িত্ব: ১২ ঘণ্টা।


সুবিধা:


• কানে যুক্ত থাকার নিয়ন্ত্রণব্যবস্থা খুবই ভালো
• স্পর্শের সাহায্যে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ সুবিধা
• দীর্ঘস্থায়ী ব্যাটারি।


অসুবিধা:


• শব্দের মাত্রা অপেক্ষাকৃত কম।
• ইয়ারবাড তুলনামূলক ভারী।


জেবরা এলিট ৭ অ্যাকটিভ


যে কারণে সেরা: পানি ও ধুলারোধী। পাশপাশি ভালো ব্যাটারির স্থায়িত্বের সেরা সমন্বয় ঘটেছে এ যন্ত্রে।


বিশেষত্ব:


• ওজন: প্রতিটি ইয়ারবাড ০.১৯আউন্স
• আইপি রেটিং: আইপি ৫৭
• ব্যাটারির স্থায়িত্ব: ৮ ঘণ্টা।


সুবিধা:


• দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা
• অ্যাপ দিয়ে শব্দমান ভালো করার নিয়ন্ত্রণসুবিধা
• পানি ও ধুলারোধী


অসুবিধা:


• কেস খোলা কষ্টকর
• নয়েল ক্যানসেলেশন উন্নতমানের নয়
• ফোনকলে শব্দমান সব সময় ভালো থাকে না।


আল্টিমেট ইয়ারস ফিটস


যে কারণে সেরা: এটির ব্যবহার আরামদায়ক। কানে যথাযথভাবে যুক্ত থাকে। একটানা আট ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়।


বিশেষত্ব:


• ওজন: প্রতিটি ইয়ারপিস ০.৪ আউন্স
• ব্লুটুথ সংস্করণ: ৫.০
• আইপি রেটিং: আইপি এক্স থ্রি
• ব্যাটারির স্থায়িত্ব: ৮ ঘণ্টা।


সুবিধা:


• কানের আকার উপযোগী করে ইয়ার টিপস তৈরি
• শরীরচর্চার সময় সহজে নিয়ন্ত্রণ করা যায়
• দীর্ঘস্থায়ী ব্যাটারি
• স্বয়ংক্রিয় মাইকের সুবিধা।


অসুবিধা


• ব্লুটুথ যন্ত্রে চালু করা ঝামেলাপূর্ণ।
• সক্রিয় নয়েজ ক্যানসেলেশন সুবিধা নেই


অ্যাংকর স্পোর্ট ১০


যে কারণে সেরা: শরীরচর্চার সময় সাউন্ডকোরের এই যন্ত্র খুবই ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। এ ছাড়া সাশ্রয়ী মূল্যে ব্যাটারির স্থায়িত্ব অনেক।


বিশেষত্ব:


• ওজন: প্রতিটি ইয়ারবাড ০.২ আউন্স
• আইপি রেটিং: আইপি এক্স সেভেন
• ব্যাটারির স্থায়িত্ব: এক চার্জে ৮ ঘণ্টা পর্যন্ত।


সুবিধা:


• এমনভাবে নকশা করা, যা কানকে সুরক্ষিত রাখে।
• অ্যাপের মাধ্যমে শব্দমান নিয়ন্ত্রণ করা যায়।
• ট্রান্সপারেনসি মোড ব্যবহার করে বিভিন্ন পরিস্থিতি সম্পর্কে অনুমান করা যায়।


অসুবিধা:


• অনেকগুলো নিয়ন্ত্রণ বোতাম অস্পষ্টতা তৈরি করতে পারে।
• মাল্টিপয়েন্ট সংযোগসুবিধা নেই।
• কোলাহলপূর্ণ জায়গায় ভালো এএনসি পারফরম্যান্স পাওয়া যায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us