সুরেলা কণ্ঠে তিনি গেয়েছিলেন ‘যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের আঙিনায়, সে হারালো কোথায়, কোন দূর অজানায়’। আবার তার কণ্ঠে ভেসে এসেছে ‘হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি’র মতো হৃদয় বিদীর্ণ করা গান। এসব গানের মতো তিনিও চলে গেছেন দৃষ্টিসীমার পরিধি ছাড়িয়ে।
হ্যাঁ, তিনি শাহনাজ রহমতুল্লাহ। বাংলা গানের অন্যতম সফল ও সেরা নারী শিল্পী। যার কণ্ঠে অসংখ্য গান শ্রোতা-মনে স্থায়ী জায়গা দখল করে নিয়েছে, প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে গেছে কালজয়ীর খেতাব নিয়ে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) শাহনাজ রহমতুল্লাহর চলে যাওয়ার দিন। ২০১৯ সালের এই দিনে মারা যান কিংবদন্তি এই গায়িকা। সে হিসেবে আজ তার চতুর্থ প্রয়াণদিন।